হাসতে দেখো গাইতে দেখো লিরিক্স - Haste Dekho Gaite Dekho Lyrics


গানঃ হাসতে দেখো গাইতে দেখো

কথাঃ লতিফুল ইসলাম শিবলী

কন্ঠঃ আইয়ুব বাচ্চু

ব্যান্ডঃ এল আর বি

অ্যালবামঃ ক্যাপস্যুল ৫০০ এমজি


হাসতে দেখো গাইতে দেখো
অনেক কথায় মুখোর আমায় দেখো
দেখো না কেউ হাসির শেষে নীরবতা

বোঝে না কেউ তো চিনলো না
বোঝে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে

আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে
আমার চোখের কোনে নোনা ছবি আকে
আমার গল্প শুনে হয় আলোকিত উত্সব
গল্প শেষে আমি আঁধারের মতো নীরব
নিজেকে ঢেলে আমি কত সুখ দিলাম

আমার গানে একা নির্ঘুম অনেক প্রহর
আমায় ছেড়ে জোনাকি ছেড়ে বিরাট শহর
ডাকার কথা জাগে ডাকেনি কেউ কাছে
নিঃসঙ্গ এই আমি পুড়েছি মনের আঁচে
আমার মাঝে আমি-ই যেন শুধু লুকাই

Post a Comment

Previous Post Next Post