এমন তো প্রেম হয় লিরিক্স - Emon To Prem Hoy Lyrics


গানঃ এমনতো প্রেম হয়

শিল্পীঃ সৈয়দ আব্দুল হাদী

ছায়াছবিঃ দুই পয়সার আলতা

সুরকারঃ আলাউদ্দিন আলী

গীতিকারঃ আলাউদ্দিন আলী



এমনতো প্রেম হয়
ও… চোখের জলে কথা কয়
নিজে নিজে জ্বলে পুড়ে
ও… পাষাণে বাঁধে যে হৃদয়

ও… যা কিছু আমার ছিল দিয়েছি তারে
ও… ভালোবাসা চিরদিন এমনি করে
শত জ্বালা বুকে নিয়ে
ও… কেঁদে কেঁদে স্মৃতি হয়ে রয়

ও… ফুল ফোটে ঝরে যায় এইত রীতি
ও… তবু কেন চিরদিন প্রেম-পিরিতি

Post a Comment

Previous Post Next Post