গানঃ যাও ছেড়ে চলে
অ্যালবামঃ মায়া
ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলি
যাও ছেড়ে চলে
ভাবনা আমার
চাই না কাছে পেতে
তোমাকে আর
কেন আসো ফিরে
বারে বারে রাত গভীরে
না পারি যেতে
স্বপ্নে ভেসে চলে দুরে
হলো যে রাত অনেক
কেন আছি তবু জেগে
কাটে কত রাত এভাবে
না যে পারি সামলাতে
নির্ঘুম রাতকে
যায় দিন রাত্রি
হয়ে যায় যে কত কি তা জানি না
নেই সময় তোমার
নেই সময় আমার এত ভাবনা
যাব যে কোন পথে
কে আজ আমায় বলে দেবে
যাও ছেড়ে চলে
ভাবনা আমার
চাই না কাছে পেতে
তোমাকে আর
কেন আসো ফিরে
বারে বারে রাত গভীরে
না পারি যেতে
স্বপ্নে ভেসে চলে দুরে
হলো যে রাত অনেক
কেন আছি তবু জেগে
Tags:
ব্যান্ড