এখন অনেক রাত লিরিক্স - Ekhon Onek Rat Lyrics


গানঃ এখন অনেক রাত

শিল্পীঃ আয়ুব বাচ্চু

ব্যান্ডঃ এল আর বি

এলবামঃ এল আর বি আলপ্লাগড



এখন অনেক রাত
খোলা আকাশের নীচে
জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে
তাই আমি বসে আছি
দরজার ওপাশে

আবেগী এমন রাতে
ভুল করে এই পথে
এসে যদি ফিরে যাও
আমায় না পেয়ে
তাই আমি বসে আছি
দরজার ওপাশে

চলে যাওয়া সেই পথে
ঝিরিঝিরি বাতাসে
আমার এই মন কাঁদে
তোমায় না পেয়ে
তাই আমি বসে আছি
দরজার ওপাশে

Post a Comment

Previous Post Next Post