গানঃ ভাল লাগে জ্যোৎস্না রাতে
শিল্পীঃ নকীব খান
ব্যান্ডঃ রেনেসাঁ
অ্যালবামঃ বৃষ্টির রাত
মেঘ হয়ে আকাশে ভাসতে
ধানের শীষে বাতাস হয়ে
কৃষাণীর মন ছুঁয়ে যেতে,
ভালোলাগে রোদ হয়ে
ঐ পাখির ডানা ছুঁয়ে খেলতে ।
আমার জানালায় উদাস দুপুর
কবিতার বই খুলে দেখছি
গাঁয়ের সে পথে জামের মুকুল
পড়ে আছে পাকা লাল বটফল,
এক গরুর-গাড়ি সে যে পথে
ক্লান্তির ছাপ রেখে দুলছে ।
সেগুন কাঠের ঐ দরজা ভেঙ্গে
বিকেলের রোদ এসে থামবে
আমার কবিতা সুখ-সারী হয়ে
মগ্ন চেতনার শিষ দেয়,
আমি পিয়ানোতে হাত রেখে
ভালোলাগা সব ধরে রাখছি ।
Tags:
ব্যান্ড