ভাল লাগে জোসনা রাতে লিরিক্স - Bhalo Lage Josna Rate Lyrics



গানঃ ভাল লাগে জ্যোৎস্না রাতে

শিল্পীঃ নকীব খান

ব্যান্ডঃ রেনেসাঁ

অ্যালবামঃ বৃষ্টির রাত


ভালোলাগে জোছনা রাতে
মেঘ হয়ে আকাশে ভাসতে
ধানের শীষে বাতাস হয়ে
কৃষাণীর মন ছুঁয়ে যেতে,
ভালোলাগে রোদ হয়ে
ঐ পাখির ডানা ছুঁয়ে খেলতে ।

আমার জানালায় উদাস দুপুর
কবিতার বই খুলে দেখছি
গাঁয়ের সে পথে জামের মুকুল
পড়ে আছে পাকা লাল বটফল,
এক গরুর-গাড়ি সে যে পথে
ক্লান্তির ছাপ রেখে দুলছে ।

সেগুন কাঠের ঐ দরজা ভেঙ্গে
বিকেলের রোদ এসে থামবে
আমার কবিতা সুখ-সারী হয়ে
মগ্ন চেতনার শিষ দেয়,
আমি পিয়ানোতে হাত রেখে
ভালোলাগা সব ধরে রাখছি ।

Post a Comment

Previous Post Next Post