তেরো নদী সাত সমুদ্দুর লিরিক্স - Tero Nodi Sat Somuddur Lyrics


গানঃ তের নদী সাত সমুদ্দুর

শিল্পীঃ জেমস

অ্যালবামঃ বৃহস্পতি

গীতিকারঃ মারজুক রাসেল



যেখানেই থাক তুমি যাও যতদূর
সেখানে পৌঁছে যাবে আমার সুর
যেখানেই থাক তুমি যাও যতদূর
সেখানে পৌঁছে যাবে আমার সুর
এই গান পাড়ি দেবে প্রয়োজনে
তের নদী সাত সমুদ্দুর।(2)

মেঘের বারণ ভুলে
যেখানে তুমার চুলে
খেলা করে এখনো দুপুর
মেঘের বারণ ভুলে
যেখানে তুমার চুলে
খেলা করে এখনো দুপুর
সেখানে পৌঁছে যাবে আমার সুর
এই গান পাড়ি দেবে প্রয়োজনে
তের নদী সাত সমুদ্দুর।(2)

যেখানে গভীর রাতে
হাতের পরশে হাতে
চুড়ি বাঁজে ঝানাঝানাঝুর
যেখানে গভীর রাতে
হাতের পরশে হাতে
চুড়ি বাঁজে ঝানাঝানাঝুর
সেখানে পৌঁছে যাবে আমার সুর
এই গান পাড়ি দেবে প্রয়োজনে
তের নদী সাত সমুদ্দুর।(2)

যেখানেই থাক তুমি যাও যতদূর
সেখানে পৌঁছে যাবে আমার সুর
যেখানেই থাক তুমি যাও যতদূর
সেখানে পৌঁছে যাবে আমার সুর
এই গান পাড়ি দেবে প্রয়োজনে
তের নদী সাত সমুদ্দুর।(2)

Post a Comment

Previous Post Next Post