এই হৃদয়ের সাদা কাগজে লিরিক্স - Ei Hridoyer Sada Kagoje Lyrics



গানঃ এই হৃদয়ের সাদা কাগজে

শিল্পীঃ কুমার বিশ্বজিৎ ও কনক চাঁপা

ছায়াছবিঃ কুখ্যাত খুনী



এই হৃদয়ের সাদা কাগজে
লিখে দিলাম তুমি আমার।
এই কথা জেনে যাক পৃথিবী
তুমি আমার আমি তোমার
তুমি আমার...আমি... তোমার।
এই হৃদয়ের সাদা কাগজে
লিখে দিলাম তুমি আমার।
এই কথা জেনে যাক পৃথিবী
তুমি আমার আমি তোমার
তুমি আমার...আমি... তোমার।

অন্ধকারে দেখি তোমায়
বন্ধ করে দু'নয়ন,
স্বর্গ থেকে আসো তুমি
স্বপ্নে আমার সারাক্ষণ।
অন্ধকারে দেখি তোমায়
বন্ধ করে দু'নয়ন,
স্বর্গ থেকে আসো তুমি
স্বপ্নে আমার সারাক্ষণ।
প্রিয় নাম ধরে ডেক অবসরে
আসবো ছুটে বারেবার...
আমি তোমার।
এই হৃদয়ের সাদা কাগজে
লিখে দিলাম তুমি আমার।
এই কথা জেনে যাক পৃথিবী
তুমি আমার আমি তোমার,
তুমি আমার...আমি... তোমার।

এক জীবনে কেন আমি
পেলাম শুধু যে তোমায়,
মন তোমাকে আরো যেন
অনেক জীবন পেতে চায়।
এক জীবনে কেন আমি
পেলাম শুধু যে তোমায়,
মন তোমাকে আরো যেন
অনেক জীবন পেতে চায়।
প্রেমেরই ভুবনে জীবনে মরণে
থাকবো দুজন দুজনার
আমি তোমার।
এই হৃদয়ের সাদা কাগজে
লিখে দিলাম তুমি আমার।
এই কথা জেনে যাক পৃথিবী
তুমি আমার আমি তোমার
তুমি আমার...আমি... তোমার।

এই হৃদয়ের সাদা কাগজে
লিখে দিলাম তুমি আমার।
এই কথা জেনে যাক পৃথিবী
তুমি আমার আমি তোমার
তুমি আমার...আমি... তোমার।

Post a Comment

Previous Post Next Post