গানঃ যদি বউ সাজো গো
শিল্পীঃ এন্ড্রুকিশোর ও কনক চাঁপা
কথাঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরঃ আলাউদ্দীন আলী
ছায়াছবিঃ যদি বউ সাজো গো
তোমার চোখ কাজল কালো,
তোমার অঙ্গে রূপের আলো,
তোমায় লাগছে এত ভালো,
আমার চোখ ফেরানো দায়।
যদি বউ সাজো গো, বুকে জড়াবো তোমায়।
যদি বউ সাজো গো, বুকে জড়াবো তোমায়।
আমার চোখ কাজল কালো,
আমার অঙ্গে রূপের আলো,
তুমি বলছো, আরও বলো,
আমার শুনতে যে মন চায়।
যদি বউ সাজি গো, বুকে রেখো গো আমায়।
যদি বউ সাজি গো, বুকে রেখো গো আমায়।
ঘুম ভাঙিবে তোমায় চেয়ে চেয়ে,
কাজে যাবো তোমার আদর পেয়ে।
ফিরবো ঘরে তোমার জন্য ভালোবাসা নিয়ে।
রাখবো খোঁপা ফুল দিয়ে বেঁধে,
সময় যাবে তোমারই গান সেধে।
মজার মজার খাবার রাখবো তোমার জন্যে রেঁধে।
চির জীবন...
চির জীবন ঠাঁই দিও তোমার দু'টি পায়।
যদি বউ সাজো গো, বুকে জড়াবো তোমায়।
যদি বউ সাজি গো, বুকে রেখো গো আমায়।
হাত দু'টি ধরে তোমার হাতে,
দিনে-রাতে রেখো তোমার সাথে।
গয়না শাড়ি চাইবো না গো, সুখী নুনে ভাতে।
ভাগ্যবানেই পায় রে এমন বধু,
তোমার কথা মধুর চেয়ে মধু।
জানি না তো হঠাৎ কখন করলে এমন যাদু।
একই সুর...
একই সুর তুমি আমি, প্রাণের একতারায়।
যদি বউ সাজো গো, বুকে জড়াবো তোমায়।
যদি বউ সাজি গো, বুকে রেখো গো আমায়।
তোমার চোখ কাজল কালো,
তোমার অঙ্গে রূপের আলো,
তোমায় লাগছে এত ভালো,
আমার চোখ ফেরানো দায়।
যদি বউ সাজো গো, বুকে জড়াবো তোমায়।
যদি বউ সাজো গো, বুকে জড়াবো তোমায়।
আমার চোখ কাজল কালো,
আমার অঙ্গে রূপের আলো,
তুমি বলছো, আরও বলো,
আমার শুনতে যে মন চায়।
যদি বউ সাজি গো, বুকে রেখো গো আমায়।
যদি বউ সাজি গো, বুকে রেখো গো আমায়।
একই সুর তুমি আমি, প্রাণের একতারায়।
যদি বউ সাজো গো, বুকে জড়াবো তোমায়।
যদি বউ সাজি গো, বুকে রেখো গো আমায়।
তোমার চোখ কাজল কালো,
তোমার অঙ্গে রূপের আলো,
তোমায় লাগছে এত ভালো,
আমার চোখ ফেরানো দায়।
যদি বউ সাজো গো, বুকে জড়াবো তোমায়।
যদি বউ সাজো গো, বুকে জড়াবো তোমায়।
আমার চোখ কাজল কালো,
আমার অঙ্গে রূপের আলো,
তুমি বলছো, আরও বলো,
আমার শুনতে যে মন চায়।
যদি বউ সাজি গো, বুকে রেখো গো আমায়।
যদি বউ সাজি গো, বুকে রেখো গো আমায়।