গানঃ আমি আছি থাকব
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
কথাঃ আমজাদ হোসেন
সুরঃ আলাউদ্দীন আলী
ছায়াছবিঃ সুন্দরী
দোহাই লাগে তোমার আমারে পাগল কইরো না
আমি আছি থাকবো ভালোবেসে মরবো,
দোহাই লাগে তোমার আমারে পাগল কইরো না
আঁচলে ফুল রেখেছি তোমায় দেব বলে
কপালে টিপ দিয়েছি যাব সময় হলে
দোহাই লাগে তোমার ঘরের বাহির কইর না
দোহাই লাগে তোমার আমারে পাগল কইরো না
আগুনে ঝাঁপ দিয়েছি, পুড়ে যাব বলে
ভালবাসার সুখ নেব আমি জ্বলে জ্বলে
দোহাই লাগে তোমার কলঙ্কে নাম দিও না
দোহাই লাগে তোমার আমারে পাগল কইরো না
দোহাই লাগে তোমার আমারে পাগল কইরো না
আঁচলে ফুল রেখেছি তোমায় দেব বলে
কপালে টিপ দিয়েছি যাব সময় হলে
দোহাই লাগে তোমার ঘরের বাহির কইর না
দোহাই লাগে তোমার আমারে পাগল কইরো না
আগুনে ঝাঁপ দিয়েছি, পুড়ে যাব বলে
ভালবাসার সুখ নেব আমি জ্বলে জ্বলে
দোহাই লাগে তোমার কলঙ্কে নাম দিও না
দোহাই লাগে তোমার আমারে পাগল কইরো না