আমায় গেঁথে দাও না মাগো লিরিক্স - রুনা লায়লা - Amay Gethe Dao Na Lyrics - Runa Laila



গানঃ আমায় গেঁথে দাও না মাগো

শিল্পীঃ রুনা লায়লা

কথাঃ নজরুল ইসলাম বাবু

সুরঃ আলাউদ্দীন আলী



আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা,
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা।
আমি জনম জনম রাখব ধরে
ভাই হারানোর জ্বালা।
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা।

আসি বলে আমায় ফেলে
সেই যে গেল ভাই
তিন ভুবনের কোথায় গেলে
ভাইয়ের দেখা পাই।
দেবো তারই সমাধিতে আমি
তোমরা হাতের মালা
ভাই হারানোর জ্বালা।
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা,
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা।
আমি জনম জনম রাখব ধরে
ভাই হারানোর জ্বালা।


আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা।


তারই শোকে কোকিল ডাকে
ফোটে বনের ফুল
ফুল পাবনের মধুর তিথী
কেঁদে হয় আকুল।
আজও তারই স্মরন করে সবাই
সাজাই ফুলের ডালা
ভাই হারানোর জ্বালা।
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা,
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা।
আমি জনম জনম রাখব ধরে
ভাই হারানোর জ্বালা
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা

Post a Comment

Previous Post Next Post