তুমি কোন কাননের ফুল লিরিক্স - Tumi Kon Kanoner Ful Lyrics



গানঃ তুমি কোন কাননের ফুল

শিল্পীঃ নন্দিতা

কথা ও সুরঃ রবীন্দ্রনাথ ঠাকুর



তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা।
তোমায় কোথায় দেখেছি যেন কোন্ স্বপনের পারা ॥
তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা।


কবে তুমি গেয়েছিলে, আঁখির পানে চেয়েছিলে
ভুলে গিয়েছি।


শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা ॥
তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা।


তুমি কথা কোয়ো না, তুমি চেয়ে চলে যাও।
এই চাঁদের আলোতে তুমি হেসে গ'লে যাও।


আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে,
তোমার আঁখির মতন দুটি তারা ঢালুক কিরণধারা ॥


তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা।
তোমায় কোথায় দেখেছি যেন কোন্ স্বপনের পারা ॥
তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা।॥॥॥

Post a Comment

Previous Post Next Post