আলো নেই আলোতে লিরিক্স - Alo Nei Alote Lyrics



গানঃ আলো নেই আলোতে

শিল্পীঃ মিনার রহমান

কথাঃ ওরম ফারুক বিশাল

সুরঃ নাবিদ সালেহীন নিলয়

নাটকঃ বউ এত সুইট কেন



তুমি নেই , আমি এই , ভালো নেই ,
ভালো নেই ভালোতে ।
তুমি নেই , আছে সব , কিছু নেই
আলো নেই আলোতে ।

আলো কি ভালো কি
জানি না জানো কি ?
তুমিহীন , নিশিদিন , প্রতিদিন
লাগে সবই বড্ড মিছে ।

বুঝলে না , খোজলে না , মন চোখে
আছি তব আগ-পিছে ।

তুমি নেই , আমি এই , ভালো নেই ,
ভালো নেই ভালোতে ।
তুমি নেই , আছে সব , কিছু নেই
আলো নেই আলোতে ।

নিঝুম রাতে , নির্বাক কাঁদে
একাকী নিশচুপ নিরবতা ।
আমিও হেসে অশ্রু লুকায়
সঙ্গী এখন নিঃসঙ্গতা ।

হাসিতেই কেঁদে যায়
কেউ নেই টের পায় ,
তোমাতে , আমাতে , মাখনি
আঁকনি জীবন ছবিতে ।

ভাববো কি , কাব্যতে , তুমিহীন
নেই ভাষা এই কবিতে ।

তুমি নেই , আমি এই , ভালো নেই ,
ভালো নেই ভালোতে ।
তুমি নেই , আছে সব , কিছু নেই
আলো নেই আলোতে ।

Post a Comment

Previous Post Next Post