ওরে নীল দরিয়া - Ore Neel Doriya


গানঃ ওরে নীল দরিয়া
শিল্পীঃ আবদুল জব্বার
ছায়াছবিঃ সারেং বউ

 

হইয়া আমি দেশান্তরি

দেশ বিদেশে ভিড়াই তরী রে

নঙ্গর ফেলি ঘাটে ঘাটে

নঙ্গর ফেলি ঘাটে ঘাটে

বন্দরে বন্দরে

আমার মনের নঙ্গর পইরা রইছে হায় রে

সারেং বাড়ির ঘরে

ওরে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া

বন্দী হইয়া মনয়া পাখি হায় রে

কান্দে রইয়া রইয়া

ওরে নীল দরিয়া

 

কাছের মানুষ দূরে থুইয়া

মরি আমি ধড়ফড়াইয়া

কাছের মানুষ দূরে থুইয়া

মরি আমি ধড়ফড়াইয়া রে

দারুণ জ্বালা দিবানিশি

দারুণ জ্বালা দিবানিশি

অন্ততরে অন্ততরে

আমার এতো স্বাদের মন বঁধুয়া হায় রে

কি জানি কি করে

 

ওরে সাম্পানের নাইয়া

আমায় দেরে দে ভিড়াইয়া

বন্দী হইয়া মনয়া পাখি হায় রে

কান্দে রইয়া রইয়া

এই না পথ ধইরা

আমি কত যে গেছি চইলা

একলা ঘরে মন বঁধুয়া আমার

রইছে পথ চাইয়া

Post a Comment

Previous Post Next Post