গানঃ ওরে নীল দরিয়া
শিল্পীঃ আবদুল জব্বার
ছায়াছবিঃ সারেং বউ
হইয়া আমি দেশান্তরি
দেশ বিদেশে ভিড়াই তরী রে
নঙ্গর ফেলি ঘাটে ঘাটে
নঙ্গর ফেলি ঘাটে ঘাটে
বন্দরে বন্দরে
আমার মনের নঙ্গর পইরা রইছে হায় রে
সারেং বাড়ির ঘরে
ওরে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া
বন্দী হইয়া মনয়া পাখি হায় রে
কান্দে রইয়া রইয়া
ওরে নীল দরিয়া
কাছের মানুষ দূরে থুইয়া
মরি আমি ধড়ফড়াইয়া
কাছের মানুষ দূরে থুইয়া
মরি আমি ধড়ফড়াইয়া রে
দারুণ জ্বালা দিবানিশি
দারুণ জ্বালা দিবানিশি
অন্ততরে অন্ততরে
আমার এতো স্বাদের মন বঁধুয়া হায় রে
কি জানি কি করে
ওরে সাম্পানের নাইয়া
আমায় দেরে দে ভিড়াইয়া
বন্দী হইয়া মনয়া পাখি হায় রে
কান্দে রইয়া রইয়া
এই না পথ ধইরা
আমি কত যে গেছি চইলা
একলা ঘরে মন বঁধুয়া আমার
রইছে পথ চাইয়া