মুভিঃ নবাব
অভিনয়ঃ শাকিব খান, শুভশ্রী, খরাজ মুখার্জি প্রমুখ
পরিচালকঃ জয়দীপ মুখার্জি
জনরাঃ থ্রিলার, রোমান্টিক
IMDB Rating: 7.4/10
BS Rating: 8/10
স্ক্রীনশটঃ
কাহিনীসূত্রঃ
একদল লোক একটি বাসে যাওয়ার সময় বিরতির জন্য থামে। ঐ সময় আততায়ীরা গাড়িতে থাকা এক ব্যাক্তিকে হত্যা করা জন্য আক্রমণ চালায়। কিন্তু তাদের আক্রমণটি ব্যর্থ হয়। যার কারণে ব্যর্থ হয় সেই ব্যক্তিটিই হচ্ছে বাংলাদেশ পুলিশের প্রধান তদন্তকারী কর্মকর্তা রাজিব চৌধুরী (নবাব)। এবং গাড়িতে থাকা ব্যক্তিটি হলো মুখ্যমন্ত্রী অনন্যা চ্যাটার্জী। তিনি রাজিবের সাহসিকতায় মুগ্ধ হন। এবং তাকেই এই সন্ত্রাসী ষড়যন্ত্রের পিছনের লোকদের সনাক্ত করার কাজটি প্রদান করেন। রাজিব তার যোগ্যতার সর্বোত্তমভাবে কাজটি সম্পন্ন করার প্রতিশ্রুতি দেয়।
বাংলাদেশ পুলিশের অন্য এক দুঃসাহসিক কর্মকর্তা এসিপি মাসুদের হাত থেকে ভয়ংকর এক সন্ত্রাসী পালিয়ে গেলে তাকে টিম থেকে সরিয়ে দেয়া হয়। কিন্তু রাজিব চাইছিল মাসুদ তার সাথে টিমে কাজ করুক। মাসুদ রাজি হয় না।
অপারেশনের জন্য রাজিব চৌধুরীকে পশ্চিমবঙ্গে যেতে হয়। সেখানে নিজের বুদ্ধিমত্তা আর সাহসিকতা নিয়ে সে লড়াই করে চলে। তার বিরুদ্ধে কমিশনার হত্যার অভিযোগ আনা হয়। ক্রাইম রিপোর্টার দিয়ার সহায়তায় রাজিব আততায়ীর সন্ধান পায়।। তবে তার মা এবং কয়েকজন সহকর্মীকে বন্দী করে আততায়ীরা রাজিবকে দিয়েই মুখ্যমন্ত্রীকে হত্যা করার পরিকল্পনা করে।
মুভি বৃত্তান্তঃ
সব মিলিয়ে বলতে গেলে মুভিটা অসম্ভব রকমের থ্রিলিং। তবে রোমান্স,ড্রামা, কমেডি, ইমোশন কোন দিকেই কমতি নেই ছবিটিতে। প্রতিটি সিকোয়েন্সই দর্শককে নতুন কিছু না কিছু উপহার দিবে। সেই সঙ্গে অভিনেতা-অভিনেত্রী সকলের পারফর্মন্যান্স খুবই ভাল।
ছবির গানসমূহঃ
■ দেব তোকে দেব ষোলোআনা (আকৃতি কাকার, সাধব-অভিক, সাধব হাশমি)
■ যাব নিয়ে (অঙ্কিত তিওয়ারী)
■ ও ডিজে ও ডিজে(কনা, আকাশ)
■ সাইয়ান বেইমান(রেজা আলী খান)