মুভিঃ সত্যের মৃত্যু নেই
অভিনয়ঃ সালমান শাহ, শাহনাজ, শাবানা, আলমগীর প্রমুখ
পরিচালকঃ ছটকু আহমেদ
জনরাঃ ড্রামা
IMDB Rating: 7.9/10
BS Rating: 8/10
স্ক্রীনশটঃ
কাহিনীসূত্রঃ
এক জজের স্ত্রী মৃত্যুশয্যায় তার বাবাকে কথা দেয় সে কখনও মিথ্যা কথা বলবে না। কারণ, তার মিথ্যা কথার কারণেই তার বাবা আর বোনকে হারায় সে। পরে সে তার বোনের ছেলে-মেয়েকে নিজের ছেলের মতো করে মানুষ করে।
ঘটনাচক্রে একটা খুনের মামলায় ফেসে যায় মহিলার আপন সন্তান নিরীহ যুবক জয়। এবং তার চাক্ষুষ সাক্ষী থাকে সে। সে তার কথা রক্ষার্থে আদালতে সত্য কথা বলে। আর এই মামলায় উকিল হিসেবে থাকে তার বোনের ছেলে ও মেয়ে। সকল সাক্ষ্য প্রমাণে জয়ের ফাঁসি হয়।
মুভি বৃত্তান্তঃ
মুভির কাহিনী খুব ভালভাবেই সাজানো হয়েছে। তাছাড়া অভিনেতা-অভিনেত্রীদের পারফর্মন্যান্সও প্রশংসাযোগ্য। মুভিটি ১৯৯৬ সালের। তৎকালীন বাংলাদেশের অনুন্নত প্রযুক্তির কারণে ভিডিও কোয়ালিটি একটু নিচু মানের। তবে মুভিপ্রেমীদের জন্য এই মুভিটি অবশ্যই কিছু ধারণ করে।
ছবির গানসমূহঃ
ডাউনলোডঃ