আমি আজকাল ভাল আছি - Ami Ajkal Valo Achi


গানঃ আমি আজকাল ভাল আছি
শিল্পীঃ অনুপম রায়

 

আমি আজকাল ভালো আছি

তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে

আমি আজকাল ভাল আছি।

আমি আজকাল ভালো আছি

তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে

আমি আজকাল ভাল আছি।

 

পারদের ওঠা নামা আমাকে ভাবিয়ে তোলে না আর

ঝিনুকের রঙ চিনে নিতে শিখে গেছি আমি এবার।

শোন নতজানু হয়ে কেউ বসে নেই কোথাও

ফিরে গেছি সব কিছু ফেলে।

আর একশো বছর আমি বাঁচবই, পড়ে দেখ

লেখা আছে স্পষ্ট দেওয়ালে।

আমি আজকাল ভালো আছি

তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে

আমি আজকাল ভাল আছি।

 

এক লাফে Signal পেরোতে পা আঁকড়ে ধরে না

অজস্র কালবৈশাখী আর আছড়ে পড়ে না।

শোন অভ্যেস বলে কিছু হয় না এ পৃথিবীতে

পালটে ফেলাই বেঁচে থাকা।

আর একশো বছর আমি বাঁচবই, জেনে রাখ

হোক না এ পথঘাট ফাঁকা।

আমি আজকাল ভালো আছি

তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে

আমি আজকাল ভাল আছি।

আমি আজকাল ভালো আছি

তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে

আমি আজকাল ভাল আছি।

Post a Comment

Previous Post Next Post