আমার সোনার ময়না পাখি - Amar Sonar Moyna Pakhi


গানঃ আমার সোনার ময়না পাখি
শিল্পীঃ নিনা হামিদ

 

আমার সোনার ময়না পাখি

কোন দ্যাশেতে গেলা উইড়া রে

দিয়া মোরে ফাঁকি রে

আমার সোনার ময়না পাখি

সোনা বরণ পাখিরে আমার

কাজল বরণ আঁখি

 

সোনা বরণ পাখিরে আমার

কাজল বরণ আঁখি

দিবানিশি মন চায় রে

বাইন্ধা তরে রাখি রে

আমার সোনার ময়না পাখি

দেহ দিছি প্রাণরে দিছি

আর নাই কিছু বাকী

দেহ দিছি প্রাণরে দিছি

আর নাই কিছু বাকী

 

শত ফুলের বাসন দিয়া রে

অঙ্গে দিছি মাখি রে

আমার সোনার ময়না পাখি

যাইবা যদি নিঠুর পাখি

ভাসাইয়া মোর আঁখি

যাইবা যদি নিঠুর পাখি

ভাসাইয়া মোর আঁখি

এ জীবন যাবার কালে রে

ও পাখি রে

 

এই জীবন যাবার কালে রে

একবার যেন দেখি রে

আমার সোনার ময়না পাখি

কোন দ্যাশেতে গেলা উইড়া রে

দিয়া মোরে ফাঁকি রে

আমার সোনার ময়না পাখি

Post a Comment

Previous Post Next Post