ও বন্ধু তোমায় আমি


গানঃ ও বন্ধু তোমায় আমি
Song: O Bondhu Tomay Ami
শিল্পীঃ মনির খান ও সাবিনা ইয়াসমিন
ছায়াছবিঃ তোর কারনে বেঁচে আছি


ও বন্ধু তোমায় আমি, ভুলবো না কখনো,
ভালবাসা কোনদিনও হয় না পুরোনো।
জানে অন্তর্যামী, আর জানো তুমি,
জানে অন্তর্যামী, আর জানো তুমি,
পৃথিবীতে এসেছি গো তোমারই জন্য।
ও বন্ধু তোমায় আমি, ভুলবো না কখনো,
ভালবাসা কোনদিনও হয় না পুরোনো।
জানে অন্তর্যামী, আর জানো তুমি,
জানে অন্তর্যামী, আর জানো তুমি,
পৃথিবীতে এসেছি গো তোমারই জন্য।
ও বন্ধু তোমায় আমি, ভুলবো না কখনো,
ভালবাসা কোনদিনও হয় না পুরোনো।

অন্তরেরও মাঝে তুমি অন্তর হয়ে আছো,
জানি না তো কখন আমার জীবন হয়ে গেছ।
এ জগতে সবার চেয়ে আমার তুমি প্রিয়,
চিরদিনই থাকব তোমার তুমি জেনে নিও।
এ মনে জাগে যে আশা,
বাধবো দুজনে বাসা।
হৃদয়ে হৃদয়ে বাঁধন জড়ানো।
ও বন্ধু,......
ও বন্ধু,......
ও বন্ধু তোমায় আমি, ভুলবো না কখনো,
ভালবাসা কোনদিনও হয় না পুরোনো।

আমাকে যে সবাই বলে প্রেমের পাগল আমি,
আমি একটা খাটি প্রেমিক শুধু জানো তুমি।
সবাই যদি পর ভাবে আমি আপন ভাবি,
কোনদিনও মুছবে না গো প্রাণে আঁকা ছবি।
তোমাকে হয়েছে জানা, তুমি যে চিরচেনা।
তোমারই রয়েছি আমি এখনও।
ও বন্ধু,......
ও বন্ধু,......
ও বন্ধু তোমায় আমি, ভুলবো না কখনো,
ভালবাসা কোনদিনও হয় না পুরোনো।
জানে অন্তর্যামী, আর জানো তুমি,
জানে অন্তর্যামী, আর জানো তুমি,
পৃথিবীতে এসেছি গো তোমারই জন্য।
ও বন্ধু তোমায় আমি, ভুলবো না কখনো,
ভালবাসা কোনদিনও হয় না পুরোনো।

Post a Comment

Previous Post Next Post