তুমি আমার চাঁদ


গানঃ তুমি আমার চাঁদ
Song: Tumi Amar Chand
শিল্পীঃ এন্ড্রুকিশোর ও রিজিয়া পারভীন
ছায়াছবিঃ চাঁদের আলো
কথা ও সুরঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল


তুমি আমার চাঁদ আমি চাদেরই আলো,  (মেয়ে)
তুমি আমার চাঁদ আমি চাদেরই আলো,
যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো।
আমি আমার চাঁদ আমি চাদেরই আলো, (ছেলে)
আমি আমার চাঁদ আমি চাদেরই আলো,
যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো।
তুমি আমার চাঁদ আমি চাদেরই আলো।  (মেয়ে)

তোমার বুকে চিরসুখে, বাধবো আমার সুখের ঘর,                (মেয়ে)
চিরদিনের সাথী মোরা হব না কখনও পর।               (ছেলে)
তুমি আমার চাঁদ আমি চাদেরই আলো,  (মেয়ে)
তুমি আমার চাঁদ আমি চাদেরই আলো,
যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো।
আমি আমার চাঁদ আমি চাদেরই আলো, (ছেলে)
আমি আমার চাঁদ আমি চাদেরই আলো,
যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো।
তুমি আমার চাঁদ আমি চাদেরই আলো।  (মেয়ে)

এক জনমে ভালবেসে ভরবে না তো আমার মন,         (মেয়ে)
ভালবেসে গড়বো দুজন প্রেমেরই সুন্দর ভুবন।    (ছেলে)
তুমি আমার চাঁদ আমি চাদেরই আলো,  (মেয়ে)
তুমি আমার চাঁদ আমি চাদেরই আলো,
যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো।
আমি আমার চাঁদ আমি চাদেরই আলো, (ছেলে)
আমি আমার চাঁদ আমি চাদেরই আলো,
যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো।
তুমি আমার চাঁদ আমি চাদেরই আলো।  (মেয়ে)

Post a Comment

Previous Post Next Post