থাকতে পাড় ঘাটাতে


গানঃ থাকতে পাড় ঘাটাতে
Song: Thakte Par Ghatate
শিল্পীঃ খালিদ হাসান মিলু
কথা ও সুরঃ হাসান মতিউর রহমান


থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া,
দীন বন্ধু রে,
আমার দিন কি এমনি যাবে বইয়া?
থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া,
দীন বন্ধু রে,
আমার দিন কি এমনি যাবে বইয়া?
আমি দীন ভিখারী, পারের কড়ি ফেলাইছি হারাইয়া।
দীন বন্ধু রে,
আমার দিন কি এমনি যাবে বইয়া?
থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া,
দীন বন্ধু রে,
আমার দিন কি এমনি যাবে বইয়া?

ও বন্ধু রে,
কত জনায় নিলে তুমি উজানেতে বাইয়া,
আমি ভাটির বেলা পার ঘাটাতে কান্দি গো দাড়াইয়া।
দীন বন্ধু রে,
আমার দিন কি এমনি যাবে বইয়া?
থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া,
দীন বন্ধু রে,
আমার দিন কি এমনি যাবে বইয়া?

ও বন্ধু রে,
পার হইতে পার ঘাটাতে, ঘাটে দেখি যাইয়া,
যত প্র্বেমিক জনে হইতেছে পার প্রেমের সারি গাইয়া।
দীন বন্ধু রে,
আমার দিন কি এমনি যাবে বইয়া?
থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া,
দীন বন্ধু রে,
আমার দিন কি এমনি যাবে বইয়া?

ও বন্ধুরে,
প্রেম নদী তরঙ্গ ভারী, কেমনে যাই গো বাইয়া?
এই দীন ক্ষেপা বলে, রইলাম আমি তোমার আশায় চাইয়া।
দীন বন্ধু রে,
আমার দিন কি এমনি যাবে বইয়া?

থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া,
দীন বন্ধু রে,
আমার দিন কি এমনি যাবে বইয়া?
আমি দীন ভিখারী, পারের কড়ি ফেলাইছি হারাইয়া।
দীন বন্ধু রে,
আমার দিন কি এমনি যাবে বইয়া?
থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া,
দীন বন্ধু রে,
আমার দিন কি এমনি যাবে বইয়া?
আমার দিন কি এমনি যাবে বইয়া?
আমার দিন কি এমনি যাবে বইয়া?
আমার দিন কি এমনি যাবে বইয়া?

Post a Comment

Previous Post Next Post