গানঃ তুমি কথা দিয়েছিলে
Song: Tumi Kotha Diyechile
শিল্পীঃ এস আই টুটুল
তুমি কথা দিয়েছিলে,
তুমি কথা নিয়েছিলে।
তুমি কথা দিয়েছিলে,
তুমি কথা নিয়েছিলে।
যে কথা আমাকে তুমি দিয়েছিলে,
সে কথা কীভাবে ফিরিয়ে নিলে?
সে কথা কীভাবে ফিরিয়ে নিলে?
তুমি কথা দিয়েছিলে,
তুমি কথা নিয়েছিলে।
তুমি কথা দিয়েছিলে,
তুমি কথা নিয়েছিলে।
যে কথা আমাকে তুমি দিয়েছিলে,
সে কথা কীভাবে ফিরিয়ে নিলে?
সে কথা কীভাবে ফিরিয়ে নিলে?
তুমি যেই চোখে দেখেছিলে আমায়,
সে চোখ কেন নিভিয়ে দিলে?
আমি যেই বুকে বেধেছিলাম তোমায়,
সে বুক কেন ভেঙ্গে দিলে?
তুমি যেই চোখে দেখেছিলে আমায়,
সে চোখ কেন নিভিয়ে দিলে?
আমি যেই বুকে বেধেছিলাম তোমায়,
সে বুক কেন ভেঙ্গে দিলে?
যে কথা আমাকে তুমি দিয়েছিলে,
সে কথা কীভাবে ফিরিয়ে নিলে?
সে কথা কীভাবে ফিরিয়ে নিলে?
শুধু তোমাকেই ভালবেসে বেস,
ভালবাসা কী জেনেছি আমি।
কেন পিছু ফেলে সেই ভালবাসা,
নতুন স্বপ্ন বুনেছ তুমি?
শুধু তোমাকেই ভালবেসে বেস,
ভালবাসা কী জেনেছি আমি।
কেন পিছু ফেলে সেই ভালবাসা,
নতুন স্বপ্ন বুনেছ তুমি?
যে কথা আমাকে তুমি দিয়েছিলে,
সে কথা কীভাবে ফিরিয়ে নিলে?
সে কথা কীভাবে ফিরিয়ে নিলে?
তুমি কথা দিয়েছিলে,
তুমি কথা নিয়েছিলে।
তুমি কথা দিয়েছিলে,
তুমি কথা নিয়েছিলে।
যে কথা আমাকে তুমি দিয়েছিলে,
সে কথা কীভাবে ফিরিয়ে নিলে?
সে কথা কীভাবে ফিরিয়ে নিলে?
তুমি কথা দিয়েছিলে,
তুমি কথা নিয়েছিলে।
তুমি কথা দিয়েছিলে,
তুমি কথা নিয়েছিলে।
যে কথা আমাকে তুমি দিয়েছিলে,
সে কথা কীভাবে ফিরিয়ে নিলে?
সে কথা কীভাবে ফিরিয়ে নিলে?
সে কথা কীভাবে ফিরিয়ে নিলে?
সে কথা কীভাবে ফিরিয়ে নিলে?