দেখেছি প্রথম বার - Dekha Hai Pehli Baar



গানঃ দেখেছি প্রথম বার
Song: Dekhechi Prothom Bar
শিল্পীঃ কুমার শানু ও আলকা বনিক
ছায়াছবিঃ স্বজন

দেখেছি প্রথম বার,
দু
চোখে প্রেমের জোয়ার
দেখেছি প্রথম বার,
দু
চোখে প্রেমের জোয়ার
কত দিন আশায় ছিলাম,
তুমি যে হবে আমার।
তুমি যে খুলে দিলে,
বন্ধ এ মনের দুয়ার।
কত দিন আশায় ছিলাম,
তুমি যে হবে আমার।
দেখেছি প্রথম বার,
দু
চোখে প্রেমের জোয়ার
কত দিন আশায় ছিলাম,
তুমি যে হবে আমার।

স্বপ্নে সাজাবো,
তোমায় মনে বসাবো।
তুমি আমার না হলে,
আমি প্রাণ যে হারাবো।
স্বপ্নে সাজাবো,
তোমায় মনে বসাবো।
তুমি আমার না হলে,
আমি প্রাণ যে হারাবো।
তুমি মোর আকাশে,
তুমি মোর বাতাসে,
তুমি যে প্রথম ঢেউ,
আমার সাগর কিনার।
দেখেছি প্রথম বার,
দু
চোখে প্রেমের জোয়ার
কত দিন আশায় ছিলাম,
তুমি যে হবে আমার।

আছে যা আমার,
দেবো তোমায় উপহার।
তুমি তাকে না দিলে,
বলো কে আছে নেবার।
আছে যা আমার,
দেবো তোমায় উপহার।
তুমি তাকে না দিলে,
বলো কে আছে নেবার।
তুমি মোর আশাতে,
এ বুকের ভাষাতে,
তুমি যে অনুরাগ,
আমার সাধের কবিতার।
দেখেছি প্রথম বার,
দু
চোখে প্রেমের জোয়ার


দেখেছি প্রথম বার,
দু
চোখে প্রেমের জোয়ার

কত দিন আশায় ছিলাম,
তুমি যে হবে আমার।
তুমি যে খুলে দিলে,
বন্ধ এ মনের দুয়ার।
কত দিন আশায় ছিলাম,
তুমি যে হবে আমার।
দেখেছি প্রথম বার,
দু,চোখে প্রেমের জোয়ার।

Post a Comment

Previous Post Next Post