আয় সখী লজ্জাতে


গানঃ আয় সখী লজ্জাতে
Song: Aay Sokhi
শিল্পীঃ বেবী নাজনীন
কথা ও সুরঃ আশরাফ বাবু
অ্যালবামঃ প্রিয়তম


আয় সখী লজ্জাতে চল ঘাটে চল,
দাড়িয়ে থাকুক না রে দুষ্টুর দল
আয় সখী লজ্জাতে চল ঘাটে চল,
দাড়িয়ে থাকুক না রে দুষ্টুর দল
উঁকি মেরে যদি কেউ শিষ দিয়ে যায়,
বুঝে নিস সেই তোর ভালবাসা চায়।
আয় সখী লজ্জাতে চল ঘাটে চল,
দাড়িয়ে থাকুক না রে দুষ্টুর দল
আয় সখী লজ্জাতে চল ঘাটে চল,
দাড়িয়ে থাকুক না রে দুষ্টুর দল
উঁকি মেরে যদি কেউ শিষ দিয়ে যায়,
বুঝে নিস সেই তোর ভালবাসা চায়।
আয় সখী, আয়, আয়
আয় সখী, আয়, আয়

বাতাসে উড়িয়ে দে আঁচলখানি,
বেজে যাক নূপুরের রিনিঝিনি।
বাতাসে উড়িয়ে দে আঁচলখানি,
বেজে যাক নূপুরের রিনিঝিনি।
পথ বেধে যদি কেউ সামনে দাঁড়ায়,
বুঝে নিস সেই তোর ভালবাসা চায়।
আয় সখী লজ্জাতে চল ঘাটে চল,
দাড়িয়ে থাকুক না রে দুষ্টুর দল
আয় সখী লজ্জাতে চল ঘাটে চল,
দাড়িয়ে থাকুক না রে দুষ্টুর দল
উঁকি মেরে যদি কেউ শিষ দিয়ে যায়,
বুঝে নিস সেই তোর ভালবাসা চায়।
আয় সখী, আয়, আয়।
আয় সখী, আয়, আয়।

জলে যদি ভেসে যায় তোর কলসি,
মনটা ভাঙিস না রে কেঁদে রুপসি।
জলে যদি ভেসে যায় তোর কলসি,
মনটা ভাঙিস না রে কেঁদে রুপসি।
ডুবসাঁতারে যদি কেউ এনে দেয়,
বুঝে নিস সেই তোর ভালবাসা চায়।
আয় সখী লজ্জাতে চল ঘাটে চল,
দাড়িয়ে থাকুক না রে দুষ্টুর দল
আয় সখী লজ্জাতে চল ঘাটে চল,
দাড়িয়ে থাকুক না রে দুষ্টুর দল
উঁকি মেরে যদি কেউ শিষ দিয়ে যায়,
বুঝে নিস সেই তোর ভালবাসা চায়।

আয় সখী লজ্জাতে চল ঘাটে চল,
দাড়িয়ে থাকুক না রে দুষ্টুর দল
আয় সখী লজ্জাতে চল ঘাটে চল,
দাড়িয়ে থাকুক না রে দুষ্টুর দল
উঁকি মেরে যদি কেউ শিষ দিয়ে যায়,
বুঝে নিস সেই তোর ভালবাসা চায়।
আয় সখী, আয়, আয়
আয় সখী, আয়, আয়

Post a Comment

Previous Post Next Post