কসম - আজ থেকে ভুলে যাব আমি তোর নাম


গানঃ কসম
Song: Kosom
শিল্পীঃ আসিফ আকবর
কথাঃ ওমর ফারুক
সুরঃ প্লাবন কোরেশী


খোদার কসম, আজ থেকে ভুলে যাব আমি তোর নাম
তোর উষ্ণ ঠোটে আর, হারাবো না আমি নিজেকে,
আর বাড়াবো না হাত, ভুল করে আমি তোর দিকে
তোর উষ্ণ ঠোটে আর, হারাবো না আমি নিজেকে,
আর বাড়াবো না হাত, ভুল করে আমি তোর দিকে
বিরহের ভাঙা বাড়িতে, করবো না আর চুনকাম,
বিরহের ভাঙা বাড়িতে, করবো না আর চুনকাম,
খোদার কসম, আজ থেকে ভুলে যাব আমি তোর নাম
খোদার কসম, আজ থেকে ভুলে যাব আমি তোর নাম

ছলনার পোড়ামাটি মাখবো না গায়,
তোর দেয়া দুঃখকে ঠেলে দেব পায়।
ছলনার পোড়ামাটি মাখবো না গায়,
তোর দেয়া দুঃখকে ঠেলে দেব পায়।
আজ থেকে একা রবো,
সব জ্বালা ভুলে যাব, প্রেমকে জানিয়ে সালাম,
খোদার কসম, আজ থেকে ভুলে যাব আমি তোর নাম
খোদার কসম, আজ থেকে ভুলে যাব আমি তোর নাম

বেদনার মেঠো পথে হাটবো না আর,
তুরিতে উড়িয়ে দেব স্মৃতির পাহাড়।
বেদনার মেঠো পথে হাটবো না আর,
তুরিতে উড়িয়ে দেব স্মৃতির পাহাড়।
আজ থেকে একা রবো,
সব জ্বালা ভুলে যাব, প্রেমকে জানিয়ে সালাম,
খোদার কসম, আজ থেকে ভুলে যাব আমি তোর নাম
খোদার কসম, আজ থেকে ভুলে যাব আমি তোর নাম

তোর উষ্ণ ঠোটে আর, হারাবো না আমি নিজেকে,
আর বাড়াবো না হাত, ভুল করে আমি তোর দিকে
তোর উষ্ণ ঠোটে আর, হারাবো না আমি নিজেকে,
আর বাড়াবো না হাত, ভুল করে আমি তোর দিকে
বিরহের ভাঙা বাড়িতে, করবো না আর চুনকাম,
বিরহের ভাঙা বাড়িতে, করবো না আর চুনকাম,
খোদার কসম, আজ থেকে ভুলে যাব আমি তোর নাম
খোদার কসম, আজ থেকে ভুলে যাব আমি তোর নাম
খোদার কসম, আজ থেকে ভুলে যাব আমি তোর নাম

খোদার কসম, আজ থেকে ভুলে যাব আমি তোর নাম

Post a Comment

Previous Post Next Post