এই বুকে বয়েছে যমুনা


গানঃ এই বুকে বয়েছে যমুনা
Title: Ei Buke Boyeche Jomuna
কণ্ঠশিল্পীঃ মনির খান ও কনক চাপা
ছবিঃ প্রেমের তাজমহল


এই বুকে বয়েছে যমুনা, নিয়ে অথৈ প্রেমের জল,
তার তীরে গড়বো আমি, আমার প্রেমের তাজমহল। (২)
আমার প্রেমের তাজমহল।
আমার প্রেমের তাজমহল।
আমার প্রেমের তাজমহল।
আমার প্রেমের তাজমহল।।

জানে ঈশ্বর, জানে আল্লাহ, তোমার প্রেমের কত মূল্য,
কিছু সৃষ্টি হয় নি ধরায়, তোমার প্রেমের সমতুল্য। (২)
এই প্রেম যে কত গভীর খুজে পায় না কোন তল!
তার তীরে গড়বো আমি, আমার প্রেমের তাজমহল।
এই বুকে বয়েছে যমুনা, নিয়ে অথৈ প্রেমের জল,
তার তীরে গড়বো আমি, আমার প্রেমের তাজমহল।
আমার প্রেমের তাজমহল।
আমার প্রেমের তাজমহল।
আমার প্রেমের তাজমহল।
আমার প্রেমের তাজমহল।।

আছে মসজিদ, আছে গির্জা, সেথা গেলে হয় যে পূণ্য,
তোমার সত্য ভালবাসা ছুতে পারে মহাশূন্য। (২)
এই প্রেম যে কত গভীর খুজে পায় না কোন তল!
তার তীরে গড়বো আমি, আমার প্রেমের তাজমহল।
এই বুকে বয়েছে যমুনা, নিয়ে অথৈ প্রেমের জল,
তার তীরে গড়বো আমি, আমার প্রেমের তাজমহল।

এই বুকে বয়েছে যমুনা, নিয়ে অথৈ প্রেমের জল,
তার তীরে গড়বো আমি, আমার প্রেমের তাজমহল।
আমার প্রেমের তাজমহল।
আমার প্রেমের তাজমহল।
আমার প্রেমের তাজমহল।
আমার প্রেমের তাজমহল।।

1 Comments

Previous Post Next Post