এমন একটা দিন নাই


গানঃ এমন একটা দিন নাই
Title: Emon Ekta Din Nai
কণ্ঠশিল্পীঃ কনক চাপা ও এন্ড্রুকিশোর
ছবিঃ বলো না ভালবাসি



এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই,
তোমায় নিয়ে ভাবে নি এ মন,
হায় রে, তুমি ছাড়া বাচে না জীবন।
এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই,
তোমায় নিয়ে ভাবে নি এ মন,
হায় রে, তুমি ছাড়া বাচে না জীবন।
হায় রে, তুমি ছাড়া বাচে না জীবন।

হাজার লোকের ভিড়ে আমি তোমায় খুজে নিয়েছি,
চিরকালেরে তরে মনটা তোমায় দিয়ে দিয়েছি। (২)
এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই,
তোমায় নিয়ে ভাবে নি এ মন,
হায় রে, তুমি আমার সারাটি ভুবন।
হায় রে, তুমি আমার সারাটি ভুবন।

তোমার জন্য আমি শুধু এই জগতে এসেছি,
তোমার জন্য মরতে পারি এমন ভালবেসেছি। (২)
এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই,
তোমায় নিয়ে ভাবে নি এ মন,
হায় রে, তুমি দুঃখ সুখেরি পবন।
হায় রে, তুমি দুঃখ সুখেরি পবন।

এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই,
তোমায় নিয়ে ভাবে নি এ মন,
হায় রে, তুমি ছাড়া বাচে না জীবন।
এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই,
তোমায় নিয়ে ভাবে নি এ মন,
হায় রে, তুমি ছাড়া বাচে না জীবন।
হায় রে, তুমি ছাড়া বাচে না জীবন।

Post a Comment

Previous Post Next Post