যায় দিন যায় একাকী
Title: Jay Din Jay Ekaki
ছবিঃহৃদয়ের কথা
শিল্পীঃএস আই টুটুল
যায় দিন যায় একাকী
তাঁরে বিহনে কেমনে বলো থাকি...
যায় দিন যায় একাকী
তাঁরে বিহনে কেমনে বলো থাকি...
ভালোবাসা এই অন্তরে অভিমানে কেঁদে মরে
ওহ এই বুকেতে দুঃখ বেঁধে রাখি...
যায় দিন যায় দিন যায় একাকী...
আজ বিরহের আখর দিয়ে মন লিখেছে কবিতা
সেই কবিতার নাম দিয়েছে হৃদয়ের কথা...
ভালোবাসা এই অন্তরে অভিমানে কেঁদে মরে
ওহ এই বুকেতে দুঃখ বেঁধে রাখি...
যায় দিন যায় দিন যায় একাকী...
তারই আশায় প্রহর গুনে দিন এমনি ফুরাবে
ওহহ না পাওয়ার এই মন আকাশে স্বপ্ন একে যাবে...
ভালোবাসা এই অন্তরে অভিমানে কেঁদে মরে
ওহ এই বুকেতে দুঃখ বেঁধে রাখি...
যায় দিন যায় একাকী
তাঁরে বিহনে কেমনে বলো থাকি...
যায় দিন যায় একাকী
তাঁরে বিহনে কেমনে বলো থাকি...
ভালোবাসা এই অন্তরে অভিমানে কেঁদে মরে
ওহ এই বুকেতে দুঃখ বেঁধে রাখি...
যায় দিন যায় দিন যায় একাকী.