দিল দিল দিল


গানঃ দিল দিল দিল
Title: Dil Dil Dil
শিল্পীঃ ইমরান ও কনা
ছবিঃ বসগিরি



আমি তো হয়েছি সাড়া,
ভালবাসায় দিশে হারা,
বুঝি না কিছু তুই ছাড়া,
দিয়েছি তোকে দিল দিল দিল দিল,
তোকে ছাড়া বাচা মুশকিল। (২)

সাগরের ঢেউ এসে মেশে কিনারায়,
মন তোকে ফিরে ফিরে বুকে পেতে চায়। (২)
পারি না তো সামলাতে
মিশে যেতে তোরই সাথে
হব আমি তোরই ঠোটে তিল,
দিয়েছি তোকে দিল দিল দিল,
তোকে ছাড়া বাচা মুশকিল। (২)

হৃদয়ের চারপাশে তোরই শুধু ভিড়,
খুব করে ছুয়ে ছুয়ে করে অস্তির। (২)
কাছে এলে তুই আমি
বেড়ে যায় পাগলামি
কবে হবে তোর আমার মিল?
দিয়েছি তোকে দিল দিল দিল,
তোকে ছাড়া বাচা মুশকিল। (২)

আমি তো হয়েছি সাড়া,
ভালবাসায় দিশে হারা,
বুঝি না কিছু তুই ছাড়া,
দিয়েছি তোকে দিল দিল দিল দিল,
তোকে ছাড়া বাচা মুশকিল।

Post a Comment

Previous Post Next Post