দিদার দে


গানঃ দিদার দে
Title: Didar De
শিল্পীঃ প্রতিক হাসান
ছবিঃ মন ছুয়েছে মন



পিয়াসী মন
খুজে শুধু যারে,
দিন রাত ভোর
মন কেন কেদে মরে,
যে অনুভবে আসে
সে অনুরাগে মিশে
যে বারে বারে এসে যায় চলে!
দিদার দে দিদার দে,
দিদার দে দিদার দে,
অন্তরে অন্তরে দ্বারে দ্বারে
খুজেছি আমি যারে!
পাবো কি তারে?
দিদার দে দিদার দে,
দিদার দে দিদার দে।।

তোমারই স্বরণে তোমারে বিহনে
জ্বলেছে কী আগুন আমার এই মনে (২)
ভালবাসি তোমায় ভালোবেসে যাব
তোমাকে চাই আমি আপন করে
দিদার দে দিদার দে,
দিদার দে দিদার দে,
অন্তরে অন্তরে দ্বারে দ্বারে
খুজেছি আমি যারে!
পাবো কি তারে?
দিদার দে দিদার দে,
দিদার দে দিদার দে।।

পিয়াসী মন
খুজে শুধু যারে,
দিন রাত ভোর
মন কেন কেদে মরে,
যে অনুভবে আসে
সে অনুরাগে মিশে
যে বারে বারে এসে যায় চলে!
দিদার দে দিদার দে,
দিদার দে দিদার দে,
অন্তরে অন্তরে দ্বারে দ্বারে
খুজেছি আমি যারে!
পাবো কি তারে?
দিদার দে দিদার দে,
দিদার দে দিদার দে।।

Post a Comment

Previous Post Next Post