দীন দুনিয়ার মালিক খোদা দিল কি দয়া হয় না


দীন দুনিয়ার মালিক খোদা
Title: Din Duniyar Malik Khoda
শিল্পীঃ বাউল পবন দাস
ছায়াছবিঃ মনের জ্বালা



দীন দুনিয়ার মালিক খোদা,
দিল কি দয়া হয় না,
তোমার দিল কি দয়া হয় না
তোমার দিল কি দয়া হয় না

কাটার আঘাত দেও গো যার তার,
কাটার আঘাত দেও গো যার তার
ফুলের আঘাত শয় না,
তোমার দিল কি দয়া হয়।
দীন দুনিয়ার মালিক খোদা,
দিল কি দয়া হয় না,
তোমার দিল কি দয়া হয় না?

সব দিয়ে যার সব কেরে নেও,
সব দিয়ে যার সব কেরে নেও
তারতো প্রানে সয় না,
তোমার দিল কি দয়া হয় না।
দীন দুনিয়ার মালিক খোদা,
দিল কি দয়া হয় না,
তোমার দিল কি দয়া হয় না।

সেই দুঃখেতে বন্ধুকে মোর,
সেই দুঃখেতে বন্ধুকে মোর
কবরে শোয়াইরে,
দম যেন মোর যায়, আহ দম যেন মোর যায়।
দীন দুনিয়ার মালিক খোদা
দিল কি দয়া হয় না।
তোমার দিল কি দয়া হয় না।

যে পথেতে কাটায় ঘেরা,
কোন বা পথে চলবে, আহ কোন পথে চলবে।
যে মুখে তার ব্যাথায় ভরা, যে মুখেতে ব্যাথায় ভরা,
কোনবা মুখে বলবে, আহ কোনবা মুখে বলবে।
দীন দুনিয়ার মালিক খোদা
দিল কি দয়া হয় না;
তোমার দিল কি দয়া হয় না।

দীন দুনিয়ার মালিক খোদা,
দিল কি দয়া হয় না।
তোমার দিল কি দয়া হয় না?
তোমার দিল কি দয়া হয় না?
তোমার দিল কি দয়া হয় না?
তোমার দিল কি দয়া হয় না?

Post a Comment

Previous Post Next Post