আজকে আমরা আলোচনা করব Recovery code সম্পর্কে


 

আজকে আমরা আলোচনা করব Recovery code সম্পর্কে

Recovery কোড কী?
  • ফেসবুকে আমরা two factor authentication ব্যবহার করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করি। Two factor authentication আমরা দুইভাবে ব্যবহার করতে পারি।
  1. মোবাইল নাম্বারের মাধ্যমে
  2. অ্যাপস এর মাধ্যমে
(অ্যাপস এর মাধ্যমে সবচেয়ে সহজ মনে হয়েছে আমার কাছে)
  • কিন্তু কখনো যদি two factor এক্টিভ করা সিম অথবা two factor এর কোড পেতে বিলম্ব হয়, তখন ফেসবুক আইডিতে লগ ইন করতে মহা মুশকিল হয়ে যায়।এজন্যই রিকভারি কোড সিস্টেম।
    অর্থাৎ two factor authentication কোডের কাজ রিকভারি কোড দিয়ে সাময়িক ভাবে সম্পন্ন করতে পারবেন।
Recovery কোড ব্যবহার:
  • রিকভারি কোড ব্যবহার করে আপনি two factor authentication কোড ছাড়াই আপনার আইডিতে এক্সেস নিতে পারবেন।
    প্রতিবার আপনি ১০ টি করে রিকভারি কোড পাবেন এবং প্রতিটি কোড একবার করে ব্যবহার করা যাবে।
Recovery কোডের সুবিধা:
  • মনে করুন আপনি ইমার্জেন্সি ফেসবুকে লগিন করবেন কিন্তু আপনি two factor authentication সিস্টেম কোনো কারণে ব্যবহার করতে পারতেছেন না।এই মুহুর্তে আপনি two factor কোডের পরিবর্তে recovery কোড ব্যবহার করতে পারবেন।যেই কোড টি ব্যবহার করা হবে, সেটি পুনরায় ব্যবহার করতে পারবেন না।
রিকভারি কোড যেভাবে সংগ্রহ করবেন:
  1. Step 1: একাউন্টের two factor authentication নিরাপত্তা সিস্টেম চালু করুন।
  2. Step 2: ফেসবুকে লগিন করে Setting-এ যান।
  3. Step 3: Security And Login-এ যান।
  4. Step 4: Use Two-Factor Authentication-এ ক্লিক করুন।
  5. Step 5: Recovery কোড এর পাশে থ্রি ডট মেনুতে ক্লিক করুন।
  6. Step 6: Show codes-এ ক্লিক করুন।
  7. Step 7: এই পেইজে আপনি আট ডিজিটের ১০ টি কোড পাবেন।
কোড গুলো নিরাপদে সংরক্ষন করুন।যদি আপনার এই সবগুলো কোড ব্যবহার করা হয়ে যায় অথবা কোনো কারণে নতুন কোড নেওয়ার প্রয়োজন হয়, তাহলে নতুন কোড পাওয়ার জন্য Get New Codes-এ ক্লিক করুন।
বিশেষ দ্রষ্টব্য:
সর্বদা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।
3rd পার্টি এপ্লিকেশন ব্যবহার করার সময় সতর্ক থাকুন।
মাঝে মাঝে পাসওয়ার্ড পরিবর্তন করুন।
ট্যাগ রিভিউ চালু রাখুন।
বিশেষ বার্তা:
সব সময় নিজে সতর্ক থাকবেন এবং অন্যকে সতর্ক রাখবেন। সে সাথে সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করবেন।
সতর্কীকরণ:
সোর্স উল্লেখ করা ব্যতীত কপি করা নিষেধ।
সোর্স:মুসলিম টেকনিশিয়ান গ্রুপ



Post a Comment

Previous Post Next Post