ক্রোম ব্রাউজারে private dns দিয়ে এড ব্লক করবেন যেভাবে-
------------------
☞ আপনার মোবাইলে গুগল ক্রোম ওপেন করুন > setting > privacy and security > Use Secure DNS > (অফ থাকলে অন করুন) > choose another provider >
☞ এখানে আগে থেকেই বেশ কয়েকটা দেয়া আছে, সেগুলোর মাঝে clean browsing (family) সিলেক্ট করতে পারেন।
অথবা চাইলে custom সিলেক্ট করে নিজের ইচ্ছামত কোনো DNS-over-HTTPS ঠিকানা দিতে পারেন। যেমন: adguard (family) ভালো - https://dns-family.adguard.com/dns-query
....
কখনও এটা বন্ধ করতে চাইলে, একই যায়গায় গিয়ে শুধু use secure dns অফ করে দিবেন৷
---------
নোটঃ
১। কেউ অপশনটা খুজে না পেলে অথবা কাজ না করলে লেটেস্ট ভার্শনের ক্রোম ব্যবহার করে দেখুন। তবুও না পেলে নিচের স্টেপ ফলো করুন-
☞ প্রথমে এড্রেসে chrome://flags লিখে প্রবেশ করুন > সার্চের যায়গায় লিখুন dns > এরপর যে অপশনগুলো পাবেন সেগুলোতে কিছু চেঞ্জ করতে হবে-
☞ Support for HTTPSSVC records in DNS - এনাবল করুন
☞ Async DNS Resolver - ডিসেবল করুন।
এবার ক্রোম রিস্টার্ট দিন। আশা করছি সব ফাংশন পেয়ে যাবেন।
২। পিসির ব্রাউজারে ব্যবহার করার নিয়ম কমেন্টের লিংকে পাবেন। তবে পিসিতে adblock plus কিংবা ublock origin এর মত এক্সেনশন থাকায় এগুলো তেমন লাগে না।
৩। private dns সম্পর্কে জানতে ২য় কমেন্টের ঠিকানা দেখুন।