ফেসবুকে লেখা BOLD কিংবা Italic অথবা Font-size বড় করে পোস্ট করুন।
- আপনি যদি ডেক্সটপ কিংবা ল্যাপটপ ব্যবহার করে ফেসবুকে পোস্ট করেন তাহলে আপনার সমস্যা হবে না। আপনি খুব সহজেই লেখা Bold, Italic কিংবা Font size বড় করতে পারবেন।
- কিন্তু বর্তমানে অধিকাংশ মানুষ মোবাইলেই ফেসবুক ব্যবহার করেন।
আজকে আমি দেখাবো আপনারা কিভাবে মোবাইলের মাধ্যমেই লেখা Bold কিংবা Italic অথবা Font size বড় করে পোস্ট করবেন।
যেভাবে করবেন:
- Step 1:প্রথমে আপনাকে আপনার মোবাইলের ব্রাউজারে (Chrome ব্যবহার করতে পারেন) ফেসবুক লগইন করতে হবে।
- Step 2:তারপর আপনি যে গ্রুপে পোস্ট করতে চান সেখানে গিয়ে What’s on your mind -অপশনে ক্লিক করে লেখা শুরু করবেন, অথবা আগে থেকে লেখা কপি করা থাকলে সেখানে পেস্ট করবেন।
- Step 3: এবার যে অংশটুকুতে ইফেক্ট দিতে চান সেটুকু সিলেক্ট করুন
নিচের অপশন গুলো ফলো করুন:
- B-দিয়ে Bold (লেখা বোল্ড করতে পারবেন)
- I-দিয়ে Italic (লেখা ইটালিক করতে পারবেন)
- H1-দিয়ে Header 1 (Font Size বড় করতে পারবেন)
- H2-দিয়ে (HEADER 2)
- “ -দিয়ে Quote (উক্তি কিংবা কথোপকথনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন)
- 𒊹︎︎︎-দিয়ে Unordered List ব্যবহার করতে পারবেন
- 1.-দিয়ে Ordered List ব্যবহার করতে পারবেন।
এবার আপনি আপনার মত করে সাজিয়ে ফেসবুকে পোস্ট করতে পারবেন।
নোট:
- অনেক সময় ক্রোম ব্রাউজারে ডেক্সটপ মোড অন হয় না।
যদি ডেক্সটপ মোড অন না হয় তাহলে সিওর হয়ে নেবেন web.facebook.com-লগইন হয়েছে কিনা।
লক্ষ্য করুন:
- লেখা মার্ক করার পর উপরে কপি, পেস্ট, ইত্যাদি লেখাগুলো পপ-আপ শো করবে।
- আপনি পেজটাকে জুম-ইন করেন একটু উপরে নিচে করলেই উপরোক্ত ইফেক্টগুলো দেখতে পাবেন।
দ্রষ্টব্য:
কমেন্ট বক্সে তারেক জামিল ভায়ের পক্ষ থেকে কিছু স্ক্রিনশট যুক্ত করে দেওয়া হবে!
সতর্কীকরণ:
সোর্স উল্লেখ করা ব্যতীত কপি করা নিষেধ।
সোর্স: মুসলিম টেকনিশিয়ান গ্রুপ