কেন আপনার ওয়েব সাইট BDIX সার্ভারে হোস্ট করবেন ও কখন করবেন।


 

কেন আপনার ওয়েব সাইট BDIX সার্ভারে হোস্ট করবেন ও কখন করবেন।

বিডিআইএক্স বাংলাদেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট এক্সচেঞ্জ। দেশের ট্রাফিক যেন দেশের ভিতরে দিয়ে রাউটিং হয়, সেজন্য এই ইন্টারনেট এক্সচেঞ্জ এর জন্ম। আর এই নেটওয়ার্কের সাথে যারা কানেক্টটেড তারা দ্রুত একে অন্যের সাথে ডাটা আদান-প্রদান করতে পারে। আর এই নেটওয়ার্কের সাথে যুক্ত সার্ভারই হচ্ছে BDIX হোস্টিং।
প্রতিদিনই দেশিও লোকাল ভিজিটর কে টার্গেট করে অনেক কনটেন্ট ও ওয়েব সাইট হোস্ট হচ্ছে। যে সকল সাইটের বেশিরভাগ টার্গেট অডিয়ান্স বাংলাদেশের তাদের জন্য BDIX কানেকটেড হোস্টিং আশির্বাদ স্বরুপ।
বাংলাদেশী ইউজাররা যখন বিডিআইএক্স নেটওয়ার্কে থাকা একটি সাইট ভিজিট করবে, তখন সে 1-3 ms এ সার্ভারে কানেক্টেড হয়ে যাবে। এতে ওয়েব সাইট ফাস্ট লোড হবে ব্রাউজারে। মনে হবে যেন নিজের পিসিতেই ব্রাউজ করা হচ্ছে।
বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহার হয় ইউএস এ লোকেশনের সার্ভার। সিডিএন ব্যতীত ইউএসএ সার্ভারের রেসপন্স টাইম ২৫০ থেকে ৪৫০ মিলিসেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। রেসপন্স
বেশি হলে সাইট লোডিং টাইম বেশি হবে অপরদিকে রেসপন্স টাইম যতো কম হবে সাইটের লোড দ্রুত হবে।
কমান্ড প্রম্পট থেকে ডোমেইন কে পিং করে সহজেই রেসপন্স টাইম চেক করা যায়।

USA লোকেসনের সার্ভারে হোস্ট করা ডোমেইনের পিং রেসপন্স টাইম

C:\Users\masum>ping exonhost.com
Pinging exonhost.com [185.42.221.73] with 32 bytes of data:
Reply from 185.42.221.73: bytes=32 time=229ms TTL=45
Reply from 185.42.221.73: bytes=32 time=226ms TTL=45
Reply from 185.42.221.73: bytes=32 time=221ms TTL=45
Reply from 185.42.221.73: bytes=32 time=492ms TTL=45
Ping statistics for 185.42.221.73:
Packets: Sent = 4, Received = 4, Lost = 0 (0% loss),
Approximate round trip times in milli-seconds:
Minimum = 221ms, Maximum = 492ms, Average = 292ms

BDIX কানেকটেড ওয়েব সার্ভারে হোস্ট করা ডোমেইনের পিং রেসপন্স টাইম

C:\Users\masum>ping digicolo.com
Pinging digicolo.com [103.159.36.10] with 32 bytes of data:
Reply from 103.159.36.10: bytes=32 time=7ms TTL=58
Reply from 103.159.36.10: bytes=32 time=4ms TTL=58
Reply from 103.159.36.10: bytes=32 time=6ms TTL=58
Reply from 103.159.36.10: bytes=32 time=4ms TTL=58
Ping statistics for 103.159.36.10:
Packets: Sent = 4, Received = 4, Lost = 0 (0% loss),
Approximate round trip times in milli-seconds:
Minimum = 4ms, Maximum = 7ms, Average = 5ms
BDIX হোস্টিং রিলেডেট কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন বা আপনার কোন এক্সপিরিয়ৈন্স থাকলে তাও শেয়ার করতে পারেন।

Post a Comment

Previous Post Next Post