বিষাদে ভরা বৈশাখ - কবিতা

 

বিষাদে ভরা বৈশাখ - কবিতা

কবিতাঃ বিষাদে ভরা বৈশাখ

কলমেঃ এ কে এম সামছু‌দ্দিন

চার‌দি‌কে বিষাদে ভরা ,

বৈশাখ সবার দরজায় নাড়‌ছে কড়া।

বৈশাখী বাতা‌সে জীবাণু ভরা,

হাজা‌রো প্রাণ হাসপা‌তালে, আপন গৃহ ছাড়া। 


প‌হেলা বৈশাখের নেই কোন ,বাঙ্গা‌লির আ‌য়োজন,

বিষা‌দে ভরা বৈশা‌খে, আজ মুক্ত বাতাস বড় প্রয়োজন।


পান্তা ই‌লিশ নেই ঘরে,

বাবার লাশটা আ‌ছে হাসপাতা‌লে প‌ড়ে।

লকডাউ‌নের চিন্তায় মাথা প‌ড়ে ঘু‌রে, 

সন্তা‌নের লাশটা পারল না, রাখ‌তে বু‌কে ধ‌রে।


কাল বৈশাখী ঝ‌ড়ে,

ছোট টি‌নের ঘরটা র‌য়ে‌ছে প‌ড়ে।

ধান ক্ষে‌তে ধান নেই,

ক্ষেত ভরা রয়েছে চিটা আর খ‌ড়ে।

বিষা‌দে ভরা বৈশা‌খে আজ বড় ম‌নে প‌ড়ে,

কত খে‌লে‌ছি খেলা ,ঐ সে মেলায়, নাগর দোলায় চ‌ড়ে।


নেই মেলা, নেই খেলা, নেই তো শোভাযাত্রা,

ক‌বে কম‌বে এই বিষাক্ত বৈশাখী বাতা‌সের মাত্রা।

দয়া কর, ফি‌রি‌য়ে দাও স্রষ্টা তু‌মি পূ‌র্বের সে  বৈশাখ,

বিষাদে ভরা বৈশাখ থে‌কে মানব জা‌তি মুক্তি পাক।

"সমাপ্ত"

Post a Comment

Previous Post Next Post