YouTube Vanced এপের সুবিধাসমূহ 🔵 কোনো ধরনের এড নেই!

 


YouTube Vanced এপের সুবিধাসমূহ...


🔵 কোনো ধরনের এড নেই!


🔵 ব্যাকগ্রাউন্ডে ভিডিও অডিওর মত করে চালাতে পারবেন। ফোন লক থাকলেও অডিও চলবে।


🔵 ডার্ক মুড!


🔵 ডিসপ্লে থেকেই ভলিউম কমাতে বাড়াতে পারবেন। ডান দিকে উপর নিচে Swap করলে ভলিউম কমে বাড়ে এবং বাম দিকে উপর নিচে Swap করলে ব্রাইটনেস কমে বাড়ে। (ফিচারটি চালু করবেন যেভাবে settings >vanced settings>swipe controls এ গিয়ে enable করে দিন।) 


🔴 720p ডিসপ্লে হলে 1080p তে দেখতে পারবেন, আর 1080p হলে 4k দেখতে পাবেন ভিডিও। 

(শুনা কথা, সত্য মিথ্যা দুটোই হতে পারে। তবে 720p ডিসপ্লে তে 1080p করতে হলে build.prop এডিট করা লাগে। নেটে ঘেটে দেখেন। পাবেন। আমার j5(15) তে ১০৮০p support করে)*


তো কিভাবে ডাউনলোড করবেন এই এপ?


1⃣ MicroG এপ ডাউনলোড করুন এবং ইনস্টল করুন! ( YouTube Vanced এপে গুগলে কানেক্ট/সাইন করতে হলে এই এপ মাস্ট লাগবে। তবে এপ ফোনে সরাসরি শো করবে না! সেটিংস অপশনে গিয়ে এপস এ পাবেন এপটি।)

MicroG APK লিঙ্ক- https://microg-for-ogyt*en*uptodown*com/android

(স্টার (*) চিহ্নিত স্থলে ডট (.) বসবে) 


2⃣ YouTube Vanced এপ ডাউনলোড করুন এবং ইনস্টল করুন এবং সাইন আপ করুন! ব্যাস হয়ে গেল। আপনি চাইলে ফোনের মূল ইউটিউব এপ ডিলিট করে দিতে পারেন!

YouTube Vanced APK লিঙ্ক- 

https://youtube-vanced*en*uptodown*com/android

(স্টার (*) চিহ্নিত স্থলে ডট (.) বসবে) 


(১ম কমেন্টে লিংক দেয়া আছে) 


🔶Root User রা Magisk এ ঢুকে dowload থেকে YouTube Vanced zip টা ফ্লাস দিলেই হবে... MicroG এপ লাগবে না.. রিবুট করার পর প্লে স্টোর থেকে YouTube অটোআপডেট অফ করে দিতে হবে!


🔵 আকাশী আইকন দিয়ে আমি যেগুলোর প্রমাণ পেয়েছি সেই ফিচারগুলো বুঝিয়েছি!


🔴 লাল আইকন দিয়ে অন্যদের মুখে শুনে শুনে লিখা বুঝিয়েছি!


 বি: দ্র: পোস্টটি বিভিন্ন জনের পোস্টে এবং কমেন্ট একত্রিত করে লিখা হয়েছে!*


পোষ্ট ক্রেডিটঃ

Shahriar Hasan ভাই ❤


Post a Comment

Previous Post Next Post