মেলাই যাইরে লিরিক্স - ফিডব্যাক - Melay Jaire Lyrics - Feedback



গানঃ মেলায় যাইরে

শিল্পীঃ শফিকুল

ব্যান্ডঃ ফিডব্যাক



জেগেছে বাঙ্গালির ঘরে ঘরে এ কি মাতন দোলা
জেগেছে সুরেরই তালে তালে হৃদয় মাতন দোলা
বছর ঘুরে এলো আরেক প্রভাত নিয়ে
ফিরে এলো সুরের মঞ্জুরী
পলাশ শিমুল গাছে লেগেছে আগুন
এ বুঝি বৈশাখ এলেই শুনি...
মেলায় যাইরে, মেলায় যাইরে
মেলায় যাইরে, মেলায় যাইরে ।
বাসন্তী রঙ শাড়ি পড়ে ললনারা হেটে যায়
মেলায় যাইরে, মেলায় যাইরে
মেলায় যাইরে, মেলায় যাইরে ।
ঐ বখাটে ছেলেদের ভিড়ে ললনাদের রেহাই নাই
মেলায় যাইরে, মেলায় যাইরে
মেলায় যাইরে, মেলায় যাইরে।


জেগেছে রমণীর খোপাতে বেলী ফুলের মালা
ভিনদেশী সুগন্ধী মেখে আজ প্রেমের কথা বলা
রমনা বটমূলে গান থেমে গেলে
প্রখর রোদে এ যেন মিছিল চলে
ঢাকার রাজপথে রঙের মেলায়
এ বুঝি বৈশাখ এলেই বলেই...
মেলায় যাইরে, মেলায় যাইরে
মেলায় যাইরে, মেলায় যাইরে ।
বাসন্তী রঙ শাড়ি পড়ে ললনারা হেটে যায়
মেলায় যাইরে, মেলায় যাইরে
মেলায় যাইরে, মেলায় যাইরে ।
ঐ বখাটে ছেলেদের ভিড়ে ললনাদের রেহাই নাই
মেলায় যাই রে মেলায় যাই রে
মেলায় যাইরে, মেলায় যাইরে ।


বছর ঘুরে এলো আরেক প্রভাত নিয়ে
ফিরে এলো সুরের মঞ্জুরী
পলাশ শিমুল গাছে লেগেছে আগুন
এ বুঝি বৈশাখ এলেই শুনি
মেলায় যাইরে, মেলায় যাইরে
মেলায় যাইরে, মেলায় যাইরে ।
বাসন্তী রঙ শাড়ি পড়ে ললনারা হেটে যায়
মেলায় যাইরে, মেলায় যাইরে
মেলায় যাইরে, মেলায় যাইরে ।
ঐ বখাটে ছেলেদের ভিড়ে ললনাদের রেহাই নাই
মেলায় যাইরে, মেলায় যাইরে
মেলায় যাইরে, মেলায় যাইরে ।

জেগেছে বাঙ্গালির ঘরে ঘরে এ কি মাতন দোলা
জেগেছে সুরেরই তালে তালে হৃদয় মাতন দোলা
বছর ঘুরে এলো আরেক প্রভাত নিয়ে
ফিরে এলো সুরের মঞ্জুরী
পলাশ শিমুল গাছে লেগেছে আগুন
এ বুঝি বৈশাখ এলেই শুনি...
মেলায় যাইরে, মেলায় যাইরে 
মেলায় যাইরে, মেলায় যাইরে । 
বাসন্তী রঙ শাড়ি পড়ে ললনারা হেটে যায়
মেলায় যাইরে, মেলায় যাইরে 
মেলায় যাইরে, মেলায় যাইরে ।
ঐ বখাটে ছেলেদের ভিড়ে ললনাদের রেহাই নাই
মেলায় যাইরে, মেলায় যাইরে
মেলায় যাইরে, মেলায় যাইরে।

Post a Comment

Previous Post Next Post