টোকাই পলাশ এন্ড ফ্রেন্ডস লিরিক্স - Tokai Polash And Friends Lyrics


শিরোনামঃ টোকাই

কন্ঠঃ পলাশ

সুরঃ পলাশ

কথাঃ জাহাঙ্গীর আলম

ব্যান্ডঃ পিঅ্যান্ডএফ

অ্যালবামঃ আওয়াজ



ট্রাফিক সিগন্যালে ব্যস্ত পায়ে ছুটে যায়
পপকর্ণ পেপার-পেপার বাদাম কিংবা ফুল
নাম আছে ওর কোন পরিচয় নাই
কখনো পিচ্চি কখনো টোকাই

বন্ধু তুমি যদি দুহাত বাড়াও
সে শিশুটিও আকাশ ছুঁতে পারে
হতে পারে তোমাদেরই একজন
সূর্যকে নিতে পারে হাতের মুঠোয়

বুকে উড়ে বাংলাদেশের মানচিত্র
দু চোখে আছে আমার সোনার বাংলা
বন্ধু তুমি যদি দুহাত বাড়াও
সে শিশুটিও পেয়ে যাবে আলর ঠিকানা

ঠিকানা তাঁর এই রাজপথ,শহরের অলিগলি
পথেই জীবন তবু গন্তব্য জানা নাই

Post a Comment

Previous Post Next Post