কোন কারণেই ফেরানো গেল না তাকে লিরিক্স - Kono Karonei Ferano Gelo Na Take Lyrics



গানঃ কোন কারনেই ফেরানো গেলোনা

শিল্পী- খালিদ

কথা- প্রিন্স মাহমুদ

সুর- প্রিন্স মাহমুদ



কোন কারনেই ফেরানো গেলোনা তাকে
ফেরানো গেলোনা কিছুতেই,
কোন বাধনেই বাধাতো গেলোনা তাকে
বাধাতো গেলোনা কিছুতেই।।

সে যে হৃদয় পথের রোদে,
একরাশ মেঘ ছরিয়ে
হারিয়ে গেলো নিমিষেই।।

কি কারন যায়নি সে বলে
কি ভুল আমি করেছি ভুলে
অজস্রবার আমি ক্ষমা চেয়েছি নিজে জ্বলে।।

সে যে হৃদয় পথের রোদে,
একরাশ মেঘ ছরিয়ে
হারিয়ে গেলো নিমিষেই।।

নিশ্মীম আধারে পথ চলা
নিজের সাথে কথা বলা
বিষন্নতায় বন্ধু যখন চেতনাতে।।

সে যে হৃদয় পথের রোদে,
একরাশ মেঘ ছরিয়ে
হারিয়ে গেলো নিমিষেই।।

Post a Comment

Previous Post Next Post