হব দুজন সাথী লিরিক্স - Hobo Dujon Sathi Lyrics


গানঃ হবো দুজন সাথী

কন্ঠঃ বাপ্পা মজুমদার ও ফাহমিদা নবী

কথাঃ গোলাম মোরশেদ

অ্যালবামঃ এক মুঠো গান



তুমি কি বলো আসবে?
পথ ভোলা নদীর দেশে
ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়;
হবো দুজন সাথী।(২)

তুমি কি নীল মেঘে ঢাকা,
আকাশে ঝড় তোলা ভোরে
আমারই মন-ভাঙ্গা ঘরে
রোদেলা দি্‌ন, ফাগুন হবে?(২)
তুমি কি দেবে বাবুই পাখির
ঠোঁটে ঠোঁটে বোনা সুখের বসতি?
তুমি কি বলো আসবে?
পথ ভোলা নদীর দেশে
টেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়;
হবো দুজন সাথী।

তুমি কি ভূল বোঝা প্রহর
গানেরই সূর ভোলা রাতে
আমারই বেদনা মুছে
কিছু গোলাপ দেবে হাতে?(২)
তুমি কি হবে অনেক আশার
মেঠো পথে জ্বলা প্রদীপ, জোনাকী?
তুমি কি বলো আসবে?
পথ ভোলা নদীর দেশে
টেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়;
হবো দুজন সাথী।(২)

Post a Comment

Previous Post Next Post