গানঃ শেষ চিঠি
শিল্পীঃ তপু ও এনিলা
কথাঃ ফুয়াদ
ছায়াছবিঃ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার
বললে থাকবে কি
একটু দাড়াও
শেষ চেষ্ঠা করে দেখি
একটা গল্প
একটা কথা বলার
আছে যে বাকি
তোমার মনে আছে যা বলে ফেল
আমিও বলে ফেলি
মন যা চাইছে বলে ফেল
না বলাটাই বোকামি
এক ছিল রাজা
আর একটা যে রাণী
সুখের সীমানায় এ গল্প
শুধুই শুনেছি
আজকে আমরা রাজা রাণী
তবুও অসমাপ্ত কাহিনী
তোমার মনে আছে যা বলে ফেল
আমিও বলে ফেলি
মন যা চাইছে বলে ফেল
না বলাটাই বোকামি
Tags:
ছায়াছবির গান