শেষ চিঠি - আরেকটা দিন বেশি লিরিক্স - Sesh Chithi Lyrics



গানঃ শেষ চিঠি

শিল্পীঃ তপু ও এনিলা

কথাঃ ফুয়াদ

ছায়াছবিঃ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার


আরেক টা দিন বেশি,
বললে থাকবে কি
একটু দাড়াও
শেষ চেষ্ঠা করে দেখি
একটা গল্প
একটা কথা বলার
আছে যে বাকি

তোমার মনে আছে যা বলে ফেল
আমিও বলে ফেলি
মন যা চাইছে বলে ফেল
না বলাটাই বোকামি

এক ছিল রাজা
আর একটা যে রাণী
সুখের সীমানায় এ গল্প
শুধুই শুনেছি
আজকে আমরা রাজা রাণী
তবুও অসমাপ্ত কাহিনী

তোমার মনে আছে যা বলে ফেল
আমিও বলে ফেলি
মন যা চাইছে বলে ফেল
না বলাটাই বোকামি

Post a Comment

Previous Post Next Post