অনন্যা লিরিক্স - Ononna Lyrics


গানঃ অনন্যা

শিল্পীঃ জেমস

সুরঃ জেমস

কথাঃ আসিফ ইকবাল

অ্যালবামঃ অনন্যা



ভেবে ভেবে তোমার কথা উদাস হয়ে যাই
একা নির্জনে স্বপ্নের সংসারে খুঁজি তোমায়
কতদিন কতরাত্রি গিয়েছে পেরিয়ে
কভু আনমনে ছুঁয়ে তুমি লাজুক দৃষ্টি নিয়ে

অনন্যা অনন্যা তুমি আমার ভালবাসা।

নির্ঘুম প্রহর তোমার পানে পার
প্রেমের বিষাদ সুখে আমি তুমি নয়
কতভাবে ভেবেছি বলব তোমাকে
পেয়েছি খুঁজে ভালবাসা আমি
অবুঝ তোমার চোখে

ও অনন্যা অনন্যা তুমি আমার ভালবাসা।

দিশেহারা আমি কি পাব
ছোঁয়া তোমার ভবঘুরে জীবনে
সুপ্রভাতে দুঃখের রাতে
আমারই থেকো বেহিসেবি জীবনে
তুমি যে আমার বুকের গভীরে
আমার রক্তের প্রতিটি অণুতে অণুতে
প্রতিটি কোষে অনুভবে আছ মিশে

অনন্যা অনন্যা তুমি আমার ভালবাসা।।

Post a Comment

Previous Post Next Post