গানঃ রুপালী গীটার
শিল্পীঃ আয়ুব বাচ্চু
এই রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দুরে,বহুদূরে...
সেদিন চোখে
অশ্রু তুমি রেখো
গোপন করে।
এই রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দুরে,বহুদূরে...
সেদিন চোখে
অশ্রু তুমি রেখো
গোপন করে।
মনে রেখো তুমি
কত রাত কত দিন
শুনিয়েছি গান আমি,
ক্লান্তিবিহীন
অধরে তোমার
ফোঁটাতে হাসি
চলে গেছি আমি
সুর থেকে কত সুরে।
এই রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দুরে,বহুদূরে...
সেদিন চোখে
অশ্রু তুমি রেখো
গোপন করে।
শুধু ভেবো তুমি
অপরাধ ছিল কার
কাটিয়েছি রাত তবু,
নিদ্রাবিহীন...
বেদনা আমার
হয়েছে সাথী
চলে গেছি আমি
কোনো স্মৃতি পুরে।
এই রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দুরে,বহুদূরে...
সেদিন চোখে
অশ্রু তুমি রেখো
গোপন করে।
এই রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দুরে,বহুদূরে...
সেদিন চোখে
অশ্রু তুমি রেখো
গোপন করে।