একটাই আমার তুমি লিরিক্স - Ektai Amar Tumi Lyrics - Fuad



গানঃ একটাই আমার তুমি

শিল্পীঃ ফুয়াদ

কথা ও সুরঃ ফুয়াদ



একটাই আমার তুমি কেন বোঝনা ?
তুমি আমার (তুমি আমার) হৃদয়ের প্রাণ প্রতিমা
একটাই আমি যে তোমার চেয়ে দেখনা
আমি তোমার ( আমি তোমার) রোদেলা দিনের শান্ত ছায়া
এ মন মন্দিরে, তুমি আমার পার্থনা
এ বদ্ধ ঘরে , তুমি দখিনা হাওয়া
একটাই আমার তুমি কেন বোঝনা ?
তুমি আমার (তুমি আমার) জীবনের প্রাণ প্রতিমা

প্রতি রাত ভাবি বলব তোমায়, বলা হয়না
কে কখন কিভাবে কার দোষে কেউ জানেনা
চল সব দিধা ভুলে খুলি মনের জানালা
একটাই আমার তুমি কেন বোঝনা ?
তুমি আমার (তুমি আমার) হৃদয়ের প্রাণ প্রতিমা


দিন চলে যায় সুখের আশায়, সেত আসেনা
আসবে কেমনে যদি বন্দী করে রাখো তারে কেন বোঝনা
চল সব দিধা ভুলে খুলি মনের জানালা
একটাই আমার তুমি কেন বোঝনা ?
তুমি আমার (তুমি আমার) হৃদয়ের প্রাণ প্রতিমা
একটাই আমি যে তোমার চেয়ে দেখনা
আমি তোমার ( আমি তোমার) রোদেলা দিনের শান্ত ছায়া
এ মন মন্দিরে, তুমি আমার পার্থনা
এ বদ্ধ ঘরে , তুমি দখিনা হাওয়া
একটাই আমার তুমি কেন বোঝনা ?
তুমি আমার (তুমি আমার) জীবনের প্রাণ প্রতিমা

Post a Comment

Previous Post Next Post