রবে না এ ধন লিরিক্স - Robe Na E Dhon Lyrics



গানঃ রবে না এ ধন

শিল্পীঃ অবিনাশ বাউল

কথা ও সুরঃ লালন শাহ


একবার সবুরের দেশে বয় দিয়ে দম কষে
উঠিসনারে ভেসে পেয়ে যন্ত্রণা
রবেনা এ ধন জীবন যৌবন
তবু কেন মন এত বাসনা।।

যে করে কালার চরনের আশা
জানো না রে মন তার কি দুর্দশা
ভক্তবলী রাজা ছিল, সর্বস্ব ধন নিল
বামুন রুপে প্রভু করে ছলনা। ।

রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে
শক্তিশেল হানিল তার বক্ষস্হলে
তবু রামচন্দ্রের প্রতি, লক্ষণ না ভুলিল ভক্তি
লালন বলে কর এ বিবেচনা । ।

Post a Comment

Previous Post Next Post