লন্ঠনে রূপের বাতি লিরিক্স - Lonthone Ruper Bati Lyrics



গানঃ লন্ঠনে রূপের বাতি

শিল্পীঃ টুটুল ভিরো

কথা ও সুরঃ লালন শাহ


দেখ দেখি মন
দেখতে যার ঐ বাসনা হৃদয়
লণ্ঠনে রূপের বাতি জ্বলছে সদাই।।

বাতি যেদিন নিভে যাবে
ভবের শহর আঁধার হবে
সুখ পাখি তোর পালাইবে
ছেড়ে সুখালয়।।

রতির গিরে ফসকা মারা
শুধুই কথার ব্যবসা করা
তার কি হবে রূপ নিহারা
মিছে গোল বাধায়।।

সিরাজ সাঁই বলেরে লালন
স্বরূপে তুই দে রে নয়ন
তবেই হবে রূপ দরশন
পড়িসনে ধাঁধায়।।

Post a Comment

Previous Post Next Post