গানঃ মানুষ ভজলে সোনার মানুষ হবি
শিল্পীঃ সাহানা বাজপাই
কথা ও সুরঃ লালন শাহ
মানুষ ছাড়া খ্যাপা রে তুই মূল হারাবি ।।
এই মানুষে মানুষ গাঁথা
গাছে যেমন আলেক-লতা
জেনে শুনে মুড়াও মাথা
ও মন যাতে তরবি ।।
দ্বিদলের মৃণালে
সোনার মানুষ উজলে
মানুষগুরু নিষ্ঠা হলে
তবে জানতে পাবি ।।
এই মানুষ ছাড়া মন আমার
পড়বি রে তুই শূন্যাকার
লালন বলে মানুষ আকার
ভজলে তারে পাবি ।।