দুনিয়াটা মস্ত বড় লিরিক্স - Duniyata Mosto Boro Lyrics


গানঃ দুনিয়াটা মস্ত বড়

শিল্পীঃ এন্ড্রু কিশোর

ছায়াছবিঃ জনি

সুরকারঃ আলম খান

গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার



দুনিয়াটা মস্ত বড়
খাও দাও ফুর্তি কর
আগামীকাল বাচবে কী-না বলতে পারো !

কারো নই আমি
ভয় কারো তুমি
যে যার তালে ঘুরে ফিরে চলে
বলতে পারো কে কার মাল খায় কে ।।
চোখ বুঝে কোপ মারো
সেই ত ভাল……

মানো কথা মানো
প্রাণ খুলে শোন
যত দাও চাবি গোলমাল সবই ।।
সেই তো ভাই রাজা যার পকেট তাজা
চারিদিকে উড়ছে টাকা ধর ধর

দুনিয়াটা মস্ত বড়
খাও দাও ফুর্তি কর
আগামীকাল বাচবে কী-না বলতে পারো !

Post a Comment

Previous Post Next Post