গানঃ দুনিয়াটা মস্ত বড়
শিল্পীঃ এন্ড্রু কিশোর
ছায়াছবিঃ জনি
সুরকারঃ আলম খান
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
দুনিয়াটা মস্ত বড়
খাও দাও ফুর্তি কর
আগামীকাল বাচবে কী-না বলতে পারো !
কারো নই আমি
ভয় কারো তুমি
যে যার তালে ঘুরে ফিরে চলে
বলতে পারো কে কার মাল খায় কে ।।
চোখ বুঝে কোপ মারো
সেই ত ভাল……
মানো কথা মানো
প্রাণ খুলে শোন
যত দাও চাবি গোলমাল সবই ।।
সেই তো ভাই রাজা যার পকেট তাজা
চারিদিকে উড়ছে টাকা ধর ধর
দুনিয়াটা মস্ত বড়
খাও দাও ফুর্তি কর
আগামীকাল বাচবে কী-না বলতে পারো !