ও আমার উড়াল পঙ্খী রে লিরিক্স - O Amar Ural Ponkhi Re Lyrics



গানঃ ও আমার উড়াল পঙ্খীরে

শিল্পীঃ সুবীর নন্দী

কথা ও সুরঃ হুমায়ূন আহমেদ

ছায়াছবিঃ চন্দ্রকথা



ও আমার উড়ল পঙ্খী রে
যা যা তুই উড়াল দিয়া যা
আমি থাকব মাটির ঘরে,
আমার চোক্ষে বৃষ্টি পড়ে
তোর হইবে মেঘের উপরে বাসা

ও, আমার মনে বেজায় কষ্ট
সেই কষ্ট ইইল পষ্ট
দুই চোক্ষে ভর করিল আঁধার নিরাশা
তোর হইল মেঘের উপরে বাসা
ও আমার উড়ল পঙ্খী রে
যা যা তুই উড়াল দিয়া যা

মেঘবতী মেঘকুমারী
মেঘের উপরে থাক
সুখ দুঃখ দুই বইনেরে
কোলের উপরে রাখ
মাঝে মইধ্যে কান্দন করা
মাঝে মইধ্যে হাসা
মেঘবতী আজ নিয়াছে
মেঘের উপরে বাসা

ও আমার উড়াল পক্ষীরে
যা যা তুই উড়াল দিয়া যা
আমি থাকব মাটির ঘরে
আমার চোক্ষে বৃষ্টি পড়ে,
তোর হইবে মেঘের উপরে বাসা

Post a Comment

Previous Post Next Post