গানঃ এই গানই শেষ গান
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ শেষ দেখা
নীরবে অভিমানী নিভৃতে
করেছ তিলে তিলে নিজেকে শেষ
কেন বলো পৃথিবীতে কেউ
কারো নয়
হয়ে গেছে ভালোবাসা নিঃশেষ
বন্ধু ভেঙে ফেল এই কারাগার
খুলে দাও…খুলে দাও এ
হৃদয়ে প্রণয়ের দ্বার
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গানই শেষ গান
হতেও পারে আমাদের এই
মিলনমেলাই এক ইতিহাস
হতেও পারে তোমার শীতল
চোখটাই যেন এক উচ্ছ্বাস
হতেও পারে বিষাদের এই জনপথ
প্রণয়ের তীর্থ
হতেও পারে তোমার একটু
নীরবতায় সে ব্যর্থ
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গানই শেষ গান
দুঃখ আমার সাথে আছে
তবু দেখ দুঃখী আমি নইতো
ডাক দিয়ে যায় প্রণয় মেলা
এতেই নিহিত সুখ হয়তো
কিসের এত দুঃখ তোমার
সারাক্ষণ বসে বসে ভাবছ
পৃথিবীতে বলো বাঁচবে কদিন
সময়টাতো বড় অল্প
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গানই শেষ গান